সাভারের একটি মাদরাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে সাভার বাসষ্ট্যান্ডের কাছে বিরুলিয়া রোড এলাকা থেকে মাদরাসা তুল হিকমাহয়ের ওই শিক্ষককে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
আটক মাসুম বিল্লাহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি গ্রামের আবু সামাদের ছেলে।
এলাকাবাসী জানায়, সাভারের বিরুলিয়া রোড এলাকায় মন্ডল প্লাজায় প্রায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে আবাসিকভাবে মাদরাসা তুল হিকমাহ শুরু করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ। গত ৪ অক্টবর সকালে ওই মাদরাসার হেফজ বিভাগের ১২ বছরের শিক্ষার্থীকে মাদরাসার ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ। এসময় ওই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়।
ওই ভবনের মালিক হেলাল উদ্দিন মন্ডল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও রাতে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অধ্যক্ষকে আটক করে।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।