ছেলেমেয়েরা যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে জন্য সরকার তাদের আধুনিক ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষা দিতে চায় বলে মঙ্গলবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘আমরা ছেলেমেয়েদের আধুনিক ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষা দিতে চাই; তারা যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। আর এটাই আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ২০২০ সালের জন্য শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা সমাপনী(পিইসি), ইবতেদায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি)পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ করার সময় এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে আধুনিক করতে চায়। প্রধানমন্ত্রী বলেন,‘এ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকেই বড় মানসিকতার শক্তি নিয়ে বেড়ে উঠবে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওই পর্যায়ে উন্নীত করতে চাই। আমরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাচ্ছি।’
সরকার প্রধান বলেন, ‘সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নিজেদের জীবন গড়তে কারিগরি শিক্ষা কাজে লাগাতে পারে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে তা বিকশিত করে দেশের জন্য কাজে লাগাতে পারে।’
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়েছে এবং এরই মধ্যে শিক্ষা নীতি প্রণয়ন করেছে।‘শিক্ষা ছাড়া একটি জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না।’খেলাধুলার ওপর সরকার বিশেষ গুরুত্বারোপ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,‘আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলায় আরও এগিয়ে যেতে পারে সে জন্য প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং তাদের আত্মত্যাগ অবশ্যই বৃথা যেতে পারে না।‘আমরা দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই এবং এর জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলা।’
তিনি বলেন, সরকার ভবিষ্যত প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চায় যাতে তারা সব ধরনের শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে পারে।
পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা চালুর সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ পরীক্ষাগুলো শিশুদের মধ্যে বিবেক ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটাচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে তাদের মধ্যে যে ভয় তা দূর করতে সহায়তা করছে। এর আগে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতে তুলে দেন।
এ সময় সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পৃথকভাবে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলের পরিসংখ্যান তুলে ধরেন। একই অনুষ্ঠানে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রীর হাতে পাঠ্যপুস্তকের অনুলিপি হস্তান্তর করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান