শিশুদের জন্য বাজেটের ২০ শতাংশ বরাদ্দের পরিকল্পনা

শিশুদের জন্য জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে সরকারের। আর এ পরিকল্পনা বাস্তবায়ন হবে ২০২০ সালের মধ্যে। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধু‌রী।

এর আগে, জাতীয় বাজেটে শিশু-সম্পর্কিত উদ্যোগগুলোতে বরাদ্দ দেওয়া অর্থ ১৪ শতাংশ থেকে বাড়িয়ে ২০২০ সালের মধ্যে তা ২০ শতাংশে উন্নীত করার আহ্বান জানিয়েছিলো ইউনিসেফ।

বুধবার, ২ মে রাজধানীর সোনারগাঁও হোটেলে  ইউনিসেফ আয়োজিত সাউথ এশিয়া প্লাটফর্ম ফর চিলড্রেন এর উদ্ধোধনকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে এবং বুদ্ধির সঠিক বিকাশে গত বছর থেকে আলাদা বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সালে মধ্যে শিশুদের জন্য বরাদ্দের পরিমান ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

দু‌ই দিনব্যাপী এই বৈঠ‌কে অংশ নেন  আট‌টি দে‌শের সংসদীয় সদস্যরা। এই বৈঠ‌কে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আ‌লো‌কে শিশুর সা‌র্বিক উন্নয়‌নে সংসদ সদস্য‌রা আ‌লোচনা কর‌বেন।

রাসেল/