রাজধানীর পুরানা পল্টনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য সুন্দর পৃথিবী।
শুক্রবার ১৩ অক্টোবর দুপুরে পুরানা পল্টনের সিপিবি ভবনের সামনে গুলিস্তান, পল্টন ও স্টেডিয়াম এলাকার ৬৬টি সুবিধাবঞ্চিত শিশুর হাতে চকোলেট, মোরগ পোলাও এবং কোমল পানীয় তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি এবিএম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংগঠনিক সম্পাদক তানভীর সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, শিশুদের জন্য সুন্দর পৃথিবীর উদ্যোগে প্রতি মাসে একবার রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল এই সংগঠনের দ্বাদশতম আয়োজন।
আজকের বাজার: আরআর/ ১৩ অক্টোবর ২০১৭