জেলায় আজ শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ ও চর্চা বিষয়ক জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্ব এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ- এর বরিশাল বিভাগীয় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার ফরিদ আলম, প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়। শিশুদের প্রতি সবধরনের সহিংসতা বন্ধে সবাইকে সজাগ হতে হবে। বাল্যবিহে বন্ধে আরো সচেতনতা সৃষ্টি এবং এর কুফল সম্পর্কে প্রচারণা চালানোর প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। (বাসস)