দুই দিন ব্যাপী শিশু কিডনি রোগ বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী রোববার ১১ মার্চ শুরু হবে। প্যাডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএনএসবি) উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই স্মেলন অনু্ঠিত হবে। স্মেলন চলবে ১২ মার্চ পর্যন্ত।
সম্মেলনে ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার ৯ জন বিশ্বখ্যাত শিশু কিডনি রোগ বিশেষজ্ঞসহ দেশ-বিদেশের পাঁচ শতাধিক শিশু ও শিশু কিডনিরোগ বিশেষজ্ঞ বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করবেন।
আন্তর্জাতিক এ বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও বাংলাদেশ পেট্রিয়েট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিএনএসবি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ। স্বাগত বক্তব্য রাখবেন পিএনএসবি-এর মহাসচিব অধ্যাপক মো. হাবিবুর রহমান। এছাড়া অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এমএকে আজাদ চৌধুরী।
জানা গেছে, বিএসএমএমইউ-এর শিশু কিডনি বিভাগের তত্ত্বাবধানে ১০টি শিশু কিডনি প্রতিস্থাপন করা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে শিশুদের কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখে আসছে প্যাডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি)।
আরএম/