শিশু-কিশোর ও যুবাদের নৈতিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রতি জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তা সত্ত্বেও মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে আমাদের আরও অনেক দূর যেতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে আধুনিক বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিশু-কিশোর ও যুবাদের নৈতিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।’
সোমবার (৫ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে স্কাউটরা জানতে পারে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারে সে লক্ষ্যে স্কাউট নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের মূল চালিকা শক্তি হিসেবে বর্ণনা করে আবদুল হামিদ বলেন, ‘শিশুদের নৈতিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।’
স্বার্থপরতা, হিংসা, লোভ, ও নৈতিকতার অবক্ষয় শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও প্রযুক্তির অপব্যবহারও তরুণদের বিপথে পরিচালিত করতে ভূমিকা রাখছে। এতে অনেক সম্ভাবনাময় প্রতিভা অকালে ঝরে যাচ্ছে। এ অবস্থা থেকে তরুণদের মুক্ত রেখে তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্কাউট আন্দোলন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রধান স্কাউট রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এই ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে আসছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সুমহান ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে অব্যাহত রাখতে হবে।’
স্কাউট সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কাউটিংয়ের মান বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ স্কাউটসের বর্তমান সদস্য ১৭ লাখ, যা জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত নয়। স্কাউট সদস্য সংখ্যা ২১ লাখে উন্নীত করতে বাংলাদেশ স্কাউটস ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্লান-২০২১’ বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার আলোকে স্কাউট সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কাউটিংয়ের মান বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে।’
‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালে ৩২তম এশিয়া-প্যাসিফিক স্কাউট জাম্বুরি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটা অত্যন্ত আনন্দের। বহির্বিশ্বের স্কাউটদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্কাউটরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও অবদান রাখবে- এটাই সবার প্রত্যাশা,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাষ্ট্রপতি অনুষ্ঠানে ২০১৭ সালের কার্যক্রমের জন্য সেরা স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ