শিশু নির্যাতন রোধে হটলাইন চালু করবে মানবাধিকার কমিশন

শিশু নির্যাতন বন্ধের জন্য হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ওয়াল্ড ভিশন নামের একটি সংগঠনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা মানবাধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। মানবাধিকার নিশ্চিতে সকল-দেশি ও বিদেশি এনজিও ও বুদ্ধিজীবীদের একসাথে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে হটলাইন নম্বর (১৬১০৮) চালুর করা হবে।

কমিশনের চেয়ারম্যান বলেন, মানবাধীকারবিহীন উন্নয়ন পরিপূর্ণতা পায়না। সত্যিকারের উন্নয়নের জন্য মানবাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের ‘এসডিজি’ গোল অর্জনে শিশুদের বিষয়টি রয়েছে। আমরা শিশু নির্যাতনের বিরুদ্ধে কাজ কব। মা-বাবার কাছেও শিশু নির্যাতন হলে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা মামলা করবো।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়. বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন শিশু শারিরীক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া বিশ্বের প্রায় অর্ধেক শিশু বিদ্যালয়ে শারিরীক শাস্তির সম্মুখীন হয়। বাংলাদেশে প্রায় ৮২ শতাংশ শিশু সহিংসতার শিকার হয়। ৭৭ দশমিক ১ শতাংশ শিশু শারীরিক সহিংসতার শিকার হয় বিদ্যালয়ে। এছাড়া ৫৭ শতাংশ শিশু নির্যাতনের শিকার হয় কর্মক্ষেত্রে।

আজকের বাজার : আরজেড/আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১