জেলায় বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান শিশু একাডেমির শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের ১৪০ জন ছাত্রছাত্রীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. শামীম হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক অরুণা রানী সরকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান