শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানিয়েছে।
গত চার বছরে শি জিনপিং এ প্রথম মস্কো সফরে যাচ্ছেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণে শি জিনপিং ২০ মার্চ থেকে ২২ মার্চ রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন।
একইসময়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে উভয়নেতা কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া উভয়ে রাশিয়া ও চীনের পূর্ণ অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা আরো গভীর করা নিয়েও আলোচনা করবেন।
এতে আরো বলা হয়, শিং জিনপিংয়ের সফরকালে দ’ুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ দলিলও স্বাক্ষরিত হবে।
উল্লেখ্য, শি সর্বশেষ ২০১৯ সালে রাশিয়া সফর করেন। তবে এর মধ্যে গত বছর পুতিন বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং এছাড়া সেপ্টেম্বরে উজবেকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে উভয় নেতার সাক্ষাত হয়েছিল।