স্বনামধন্য অডিও/ভিডিও কোম্পানি সিএমসি মিউজিক’র ব্যানারে খুব শীঘ্রই আসছে তরুন প্রতিভাবান কণ্ঠশিল্পী নয়নের 'অবাক জোছনা' গান। গানটির কথা, সুর ও সঙ্গীতআয়োজন করেছেন শিল্পী নিজেই।
নয়ন বলেন, এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।গান গাওয়ার পাশাপাশি গানের কথা, সুর ও সঙ্গীত করা আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিলো। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। গানের কথা, সুর ও কম্পোজিশন সবকিছুই দর্শক হৃদয়ে নাড়া দিবে বলে আমি বিশ্বাস করি। তাই উপর আল্লাহর কাছে দয়া চাই যেন গানটি সফলতার মুখ দেখে।