শীতকালীন ছুটি শেষে শনিবার খুলবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এদিকে আজ সকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবাসিক হলগুলোও খুলে দেয়া হয়েছে।
এব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, শীতকালীন ছুটি শেষ হওয়ায় কাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
গত ২৯ ডিসেম্বর, ২০১৮ থেকে ইবিতে শীতকালীন ছুটি শুরু হয়েছিল।