শীতজনিত নানা রোগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে চার হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন বলে সরকার জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ৬৬৮ জন রোগী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিৎসা নিয়েছেন।
সেই সাথে এক হাজার ৬৩৯ জন ডায়রিয়া এবং জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরের মতো অন্যান্য রোগ নিয়ে এক হাজার ৮৮৯ জন হাসপাতালে এসেছেন।
১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশব্যাপী শীতজনিত রোগের কারণে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ সময়ে সবচেয়ে বেশি ১০ জন করে মারা গেছেন খাগড়াছড়ি ও পঞ্চগড়ে। খাগড়াছড়ির সবাই মারা গেছেন তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে, আর পঞ্চগড়ের মৃত্যুগুলো হয়েছে অন্যান্য রোগে।
তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। এ জেলায় বৃহস্পতিবার চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে বলে জেলা হাসপাতালগুলো থেকে তথ্য আসছে। তথ্য-ইউএনব
আজকের বাজার/এমএইচ