শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় ৪১৫০ জন আক্রান্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে ৪ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো তথ্যে দেখা যায়, ৬৯৮ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, ডায়রিয়ার জন্য এক হাজার ৬০৩ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ এবং জ্বরসহ অন্যান্য রোগের জন্য এক হাজার ৮৪৯ জন চিকিৎসা নিয়েছেন।

শীতজনিত রোগের কারণে গত ১ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ৫০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ