গত ৪ এপ্রিল সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় গণশুনানী গ্রহণ করবে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
আগামীকাল সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত দুর্ঘটনার স্থান সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জস্থ কয়লাঘাট (মদনগঞ্জ সংলগ্ন চায়না ব্রীজ) এলাকায় এই গণশুনানী অনুষ্ঠিত হবে। দুর্ঘটনা তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থলের পাশ্ববর্তী স্থান, এলাকার প্রত্যক্ষদর্শী, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী, আহত ও নিহত যাত্রীদের আত্মীয়-স্বজন এবং আগ্রহী ব্যক্তিদের এ বিষয়ে গণশুনানীতে উপস্থিত হয়ে বক্তব্য বা সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ।
গত ৪ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জস্থ কয়লাঘাট (মদনগঞ্জ সংলগ্ন চায়না ব্রীজ) এলাকায় একটি কার্গো জাহাজের আঘাতে এমএল ‘সাবিত আল হাসান’ যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। এই দুর্ঘটনায় লঞ্চের বেশকিছু যাত্রী নিহত হয়। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী লঞ্চটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান পূর্বক এর দায়-দায়িত্ব নিরুপন করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ৫ এপ্রিল ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।