শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ রয়েছেন। নৌকায় ১৪ যাত্রীর মধ্যে ৯ জন সাঁতরে তীরে আসতে পারলেও বাকিরা ব্যর্থ হয়। গতরাত (শুক্রবার) ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে নিখোঁজদের উদ্ধারে ২ ঘণ্টা চেষ্টা করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় শীতলক্ষ্যা পাড়ে আহাজারি করেন নিখোঁজদের স্বজনরা।

শুক্রবার সন্ধ্যার পর নৌকা ভাড়া করে ঘুরতে যান ১৪ জন। নৌকার মাঝি জানান, নৌকাটি শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রূপসা এলাকার মাঝ নদিতে পৌঁছালে পেছন দিক থেকে বাল্কহেডের ধাক্কায় উল্টে যায়। নৌকার ১৪ যাত্রীর মধ্যে ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় ৫ জন।

এর ঘণ্টাখানেক পর উদ্ধার অভিযানে আসে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি। কিছুক্ষণ সন্ধানের পর ব্যর্থ হয়ে ফিরে যায় তারা।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এদিকে নিখোঁজের ঘটনায় শীতলক্ষ্যাপাড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিখোঁজ ব্যক্তিরা হলেন, লতিফ, শরিফ, তুষার, বাবু ও জসিম। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

এস/ আই