শীতলক্ষ্যা নদী থেকে ৪ মরদেহ উদ্ধার

Narayanganj

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮), একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫), আনোয়ার হোসেন সালান (৩৫) ও জনি (২৩)।

লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কার ঘটনার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,রোববার রাত ৯টায় নোঙর করা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ যাত্রী নিখোঁজ ছিলেন।

তিনি আরো জানান, বিষয়টি সোমবার জানাজানি হলে ডুবুরি দিয়ে তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি। এর মধ্যে তিনজনের লাশ নদীতে ভেসে ওঠে।

আরএম/