ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের কে নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে সক্রিয় বাইকিং কমিউনিটি। যারা বিভিন্ন বাইকিং অ্যাক্টিভিটির সাথে সাথে সচেতনতামুলক ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে। স¤প্রতি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ও ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় গরীব ও অসহায় মানুষদের মাঝে পোর্টেবল তাবু বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এই ধরনের তাবু সহজেই বহনযোগ্য যা তীব্র শীত থেকে বাঁচতে খুবই কার্যকরী।
গত ১০ই জানুয়ারী ঢাকার বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালিত হয়। এসময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের সাথে যোগ দেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান, এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।