শীতেই অহনা’র রসের হাঁড়ি

শীতেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘রসের হাঁড়ি’। নতুন বছরের ২ জানুয়ারি থেকে বৈশাখী টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত পৌনে ৯টা ও ১১টায় প্রচার হবে নাটকটি।

টিপু আলমের গল্পে থেকে ‘রসের হাঁড়ি’ রচনা করেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে নানা রঙের মানুষ আসে। তারা অনেকেই বিভিন্ন বিষয়ে কোনো জ্ঞান রাখেন না। কিন্তু সবার সামনে সবজান্তা হিসেবে উপস্থাপন করেন। এমন গল্প নিয়ে হাস্যরসাত্মক ‘রসের হাঁড়ি’ নির্মিত হয়েছে। নির্মাতাও চেয়েছেন কিছু সামাজিক বার্তা দিতে।

‘রসের হাঁড়ি’তে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, সাঈদ বাবু, ডা. এজাজ, মম মোর্শেদ, নাজিরা মৌ, অরিনা, সানজিদা তন্বি, আ খ ম হাসান ও সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে।

আজকের বাজার: আরআর/ ১৮ ডিসেম্বর ২০১৭