নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে ঘুরতে গিয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। এবারের শীতে তারকা জুটির ডেস্টিনেশন সুইৎজারল্যান্ড। নিজেদের মতো করে সময় কাটাতে বরফের দেশে উড়ে গেলেন তারা। শোনা যাচ্ছে, নতুন বছরটাও ওখানেই কাটাবেন দু’জনে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিও পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রী। বরফে ঘেরা দেশে রঙিন ছবি ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। ১১ ডিসেম্বর তাদের দুবছরের বিবাহবার্ষিকী পাল করেছেন দুজন।
ফিরে এসেই বেশ কয়েকটি ম্যাচ রয়েছে বিরাটের। তেমনই নেটফ্লিক্সের ‘মাই’-সিরিজের কাজ শুরু হবে অনুষ্কার।
আজকের বাজার/লুৎফর রহমান