শীতের তীব্রতায় নওগাঁয় ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুরা

জেলায় বেড়েছে শীতের প্রকোপ। প্রচন্ড শীতের প্রভাবে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।

গতকাল বুধবার সূর্যের দেখা মিললেও আজ এখনো সূর্যের দেখা মিলেনি। সূর্যের অনুপস্থিতি এবং উত্তরে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। তাপমাত্রা তেমন কম না হলেও কেবলমাত্র হিমেল হাওয়ার কারণে শীতের এই অসহনীয় প্রকোপ। সকাল ৯টায় এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে  জেলার বদলগাছী আবহাওয়া অফিস।

প্রচন্ড শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। শহরে তেমন জন মানুষের  ভীড় নাই। শহরের রাস্তাঘাট ফাঁকা । একান্ত বাধ্য হয়ে কাজের জন্য এবং জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন তাদের জুবুথুবু হয়ে চলাফেরা করতে দেখা যাচ্ছে।

জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, শীতে বিশেষ করে শিশু এবং বয়স্কদের ডায়রিয়া এবং শ্বাসকষ্ট জনিত রোগ দেখা যাচ্ছে। আজ সকাল থেকে হাসপাতালে মোট ২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৪ জনই শিশু। অন্য ৪ জন বয়স্ক পুরুষ।  তিনি পরিবারের শিশু ও বয়স্কদের শীত থেকে সুরক্ষা দিয়ে সাবধানে রাখার পরামর্শ দেন।