শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলসহ সারা দেশের জনজীবন। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতজনিত কারণে মৌলভীবাজারে দুদিনে ৫ চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, শুক্র ও শনিবার দুপুর পর্যন্ত শমশেরনগর ইউনিয়নের কানিহাটি ও ডবলছড়া চা বাগানে বৃদ্ধাসহ চারজন ও আলীনগর ইউনিয়নের কামুদপুর আশ্রয়ন প্রকল্পে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড ঠান্ডায় শুক্রবার বিকেলে শমশেরনগর ইউনিয়নের ফাঁড়ি ডবলছড়া চা বাগানের সুবল চাষার ছেলে রাখাল চাষা (৪৬), আপ্পালু কূর্মীর স্ত্রী দাঙ্গামা কূর্মী (৬০) মারা যায়। শনিবার সকাল ১০টার দিকে ডবলছড়া বাগানের রাজেন্দ্র তুলিয়ার স্ত্রী বুলেশ্বরী তুলিয়া (৬০) এবং সকাল ১১টার দিকে কানিহাটি চা বাগানের মিরা বীনের ছেলে হরিয়া বীন (৬০) মারা যায়।
এছাড়া শনিবার আলীনগর ইউনিয়নের কামুদপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আঞ্জব আলী (৬৫) ঠান্ডায় অসুস্থ হয়ে মারা যায়।
এদিকে গেলো কয়েকদিন ধরেই শীতের দাপট অব্যাহত আছে পঞ্চগড়, চুয়াডাঙ্গাসহ বেশকিছু জেলায়। দিনের বেলায় খুব বেশি শীত অনুভূত না হলেও সূর্য ডোবার পর তাপমাত্রা কমতে থাকে। যা অব্যাহত থাকে ভোর পর্যন্ত।
আজকের বাজর/এমএইচ