ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের সপ্তম ম্যাচে ইংল্যান্ডের সাথে টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
গত সোমবার অনুষ্ঠিত এ ম্যাচের ফলে বাংলাদেশ শীর্ষস্থান নিশ্চিত করেছে। অপরদিকে জয় না পাওয়ায় ফাইনালের যাওয়ার দৌড় থেকে ছিটকে পড়েছে স্বাগতিকরা।
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ যাওয়া বাংলাদেশ আগামী ১১ আগস্ট ব্রিজটনে ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
এর আগে বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে তারা।
ইংলিশ ওপেনার বেন চার্লসওয়ার্থকে শূন্য রানে ফেরান তানজিম হাসান। কিন্তু দ্বিতীয় উইকেট জুঁটিতে ৪৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে আরেক ওপেনার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জর্ডান কক্স ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেই সাথে অধিনায়ক জর্জ বল্ডারসনের অর্ধশতরানের (৫৬) ইনিংসও স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দেয়।
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান তিনটি এবং সাকিব দুটি করে উইকেট নেন।
ইংলিশদের দেয়া ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রানে ইনিংস থেমে গেলে টাই হয় ম্যাচটি।
এর আগে ৬১ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেন তৌহিত হৃদয় ও শাহদত। শাহদাত ৭৬ রানে আউট হলেও তৌহিদ ১০৪ রানে অপরাজিত থাকেন।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রানের। প্রথম পাঁচ বলে ৬ রান নেয়ায় শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল বাংলাদেশে। কিন্তু ষষ্ঠ বল থেকে মাত্র ২ রান নিলে টাই হয় ম্যাচটি।
আজকের বাজার/লুৎফর রহমান