শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৭৮ শতাংশ।সূত্র:ডিএসই।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ অ্যাডভান্ট ফার্মা, প্রাইম টেক্সটাইল, নাভানা সিএনজি, রহিম টেক্সটাই্ল, হামিদ ফেব্রিক্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আরজেড/