বঙ্গবন্ধু বিপিএলে ২৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল।
বঙ্গবন্ধু বিপিএলে আসরের শুরুর দিকেই মুখোমুখি হয়েছিল এই দুই দল। সে ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছিল আন্দ্রে রাসেলের দল। বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রাজশাহী। এ ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে তারা।
অপরদিকে ঢাকা আছে টেবিলের চারে। শীর্ষ চারের অবস্থান দৃঢ় করতে এ ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের সামনে। রাজশাহীকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসতে পারে মাশরাফীর দল।
ঢাকা প্লাটুন সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, শহীদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।
রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি।
আজকের বাজার/আরিফ