শীর্ষে থেকেই ঢাকা পর্ব শেষ কুমিল্লার

সিলেট পর্বের পর শেষ হলো একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৭ আসরের দ্বিতীয় পর্ব অর্থাৎ ঢাকা পর্বের খেলা। চলমান বিপিএলের পঞ্চম আসরের দ্বিতীয় পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে প্রতিযোগিতাটির সাবেক শিরোপা অর্জনকারী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চলমান আসরে পরাজয় দিয়ে প্রতিযোগিতা শুরু করা দলটি তাদের পরবর্তী পাঁচ ম্যাচের সবকয়টি ম্যাচে জয় তুলে নিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ঢাকা পর্ব শেষ করেছে। এর ফলে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে পাড়ি জমাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

ঘরের মাঠে দ্বিতীয় পর্বের লড়াই শেষে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে অবস্থান বিপিএলের বর্তমান শিরোপাধারী দল ঢাকা ডায়নামাইটসের। ৮ ম্যাচ থেকে সাকিব আল হাসান ও তাঁর সহযোদ্ধাদের অর্জন ৯ পয়েন্ট। ঢাকার সমান ৯ পয়েন্ট খুলনা টাইটান্সের নামের পাশে থাকলেও রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থান সাকিবদের কাছে হারাতে হয়েছে মাহমুদউল্লাহদের। আর এর ফলে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে থেকেই ঢাকা পর্ব শেষ করতে হলো খুলনাকে।

এর পরের স্থানে রয়েছে সিলেট সিক্সার্স। ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া বিপিএলের প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও দ্বিতীয় পর্বে এসে ধারাবাহিকতার অভাবে ভুগেছে সিলেট। ঢাকা পর্বে বৃষ্টির বাগড়ায় খুলনার সাথে এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও দেখা পায়নি কোন জয়ের। আর এর খেসারত হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে চতুর্থস্থানে নেমে গেছে নাসির হোসেন-সাব্বির রহমানদের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি।

তারকাসম্বৃদ্ধ দল গড়ার পরও জয়ের সন্ধানে থাকা রংপুর রাইডার্স দ্বিতীয় পর্বের শেষ দুদিনে সিলেট সিক্সার্স ও আসরের অন্যতম পরাশক্তি ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয় তুলে নিয়ে রাজশাহীকে হটিয়ে ওঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। মাশরাফিবাহিনীর নামের সাথে রয়েছে ৬ পয়েন্ট। রংপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলা স্বত্বেও দুই পয়েন্ট কম নিয়ে এর পরেই অবস্থান রাজশাহী কিংসের।

আর পরাজয়ের বেড়াজালে ঘুরপাক খেতে থাকা চিটাগং ভাইকিংসের অবস্থান পয়েন্ট তালিকার তলানিতে। চলমান বিপিএলে এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলা দলটি ১ জয় আর ১ ড্রয়ের সাহায্য বর্তমান পয়েন্ট ৩।

এক নজরে একেএস বিপিএল ২০১৭ আসরের পয়েন্ট তালিকা-
এক নজরে একেএস বিপিএল ২০১৭ আসরের পয়েন্ট তালিকা-