শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩ নভেম্বর বৃহস্পতিবারও লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি বৃহস্পতিবার দিনশেষে ৯৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া গেছে এ তথ্য

সূত্র মতে, কোম্পানিটি বৃহস্পতিবার ৪ হাজার ৬৬৬ বারে এক কোটি ৪০ লাখ ২৯ হাজার ৬২টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার ২৩ নভেম্বর কোম্পানিটি ২ হাজার ৪০৫ বারে ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ১৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। দিনশেষে কোম্পানিটি ২৩ নভেম্বর ৩ হাজার ৪৬ বারে ২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে শাহজালালল ইসলামী ব্যাংক ২৫ কোটি ১৫ লাখ টাকা, ঢাকা ব্যাংক ২৪ কোটি ৭৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ২৩ কোটি ৬৮ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার ২১ কোটি ২১ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১৯ কোটি ৩ লাখ টাকা, বিবিএস ক্যাবলস ১৮ কোটি ৮৬ লাখ টাকা ও ফ্যাস ফিন্যান্স ১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭