শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আসন্ন সিউল সফরের নিন্দা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আসন্ন সিউল সফরের নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বুধবার দিনের শেষে সিউল সফরে আসবেন। তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পার্ক জিনের সাথে বৈঠক করবেন। তার দুদিনের সফরের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সিউল সফর করবেন।
এ প্রেক্ষিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি একে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে।
সংবাদ মাধ্যমটি আরো বলেছে, ব্লিংকেন ও লয়েডের এ সফর এ অঞ্চলে ‘নতুন যুদ্ধের মেঘ’ ঘনিয়ে আনবে।
পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে সিউল ও ওয়াশিংটন উভয়ের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।