রাজধানীর মোহাম্মদপুর থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও গুলি জব্দ করেছে র্যাব সদস্যরা।
শনিবার, ২২ ফেব্রুয়ারি দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া গণমাধম্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার-বিন-কাশেম বলেন, প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার/এমএইচ