শীর্ষ সাত ব্যাটসম্যানে চোখ মুশফিকের

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশের সাদা পোষাকের জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হায়দ্রাবাদে শুরু হবে দুই দেশের মধ্যে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি। যেখানে সম্প্রতি নিউজিল্যান্ড সফরে অফফর্মে চলে যাওয়া টপঅর্ডার ব্যাটসম্যানদের ফর্মে ফেরার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুশফিক। ঐতিহাসিক এই টেস্ট নিয়ে জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা। মুশফিক বলেছেন, ‘ভারত ভালো দল। তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। বিশেষ করে শীর্ষের ৭ ব্যাটসম্যানকেই ভালো খেলতে হবে। গত নিউজিল্যান্ড সিরিজে যারা ফর্মে ছিল না তাদেরও ফর্মে ফেরা জরুরি এই টেস্টে।’

এই টেস্টে সেশন বাই সেশনই ভালো খেলার কথাও জানিয়েছেন মুশফিক। তিনি বলেছেন ‘আসলে আমাদের দলগত নৈপুণ্যকে সামনে রেখেই খেলতে হবে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি সেশন ধরে ভালো খেলা।’ তবে, হায়দরাবাদের উইকেট স্পিন সহায়ক উইকেট বলেও জানিয়েছেন তিনি। উইকেটের প্রকৃতি সম্পর্কে মুশফিক বলেছেন, ‘উইকেটে অনেক টার্ন রয়েছে। দ্বিতীয়, তৃতীয় দিন থেকে ভয়ঙ্কর টার্ন পাবে এই উইকেট।’

এদিকে, ভারতের তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলি ও স্পিনার অশ্বিনকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা আছে কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘ওদের (কোহলি-অশ্বিন) নিয়ে আলাদা ভাবনা নেই। কারণ ভারত ভালো দল। তাই পুরো দল নিয়েই পরিকল্পনা করতে হবে।’

সুত্র: দ্য রিপোর্ট