‘শীর্ষ ১০০ ঋণ খেলাপির ২৬ জনই পোশাক শিল্পের’

দেশের শীর্ষ ১০০ ঋণ খেলাপিদের মধ্যে তৈরি পোশাখ খাতেরই ২৬ জন। আর এদের খেলাপি ঋণের পরিমান ৪ হাজার ২৫ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির নিজস্ব একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, এদের খেলাপি ঋণের পরিমাণ চার হাজার ২৫ কোটি ৫৩ লাখ টাকা।

টিআইবি জানায়, তৈরি পোশাক খাত সংস্কারে ১০২টি প্রস্তাবের মধ্যে মাত্র ৩৯ শতাংশের অগ্রগতি হয়েছে।

আজকের বাজার/আরজেড