শীর্ষ ১০ উদীয়মান নেতার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তরুণী তানজিল ফেরদৌস।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় তরুণরা যে ভূমিকা রাখছেন তার স্বীকৃতি হিসেবে শীর্ষ ১০ জন উদীয়মান তরুণ নেতৃত্বকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
আগামী ২ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত তৃতীয় বার্ষিক ‘উদীয়মান তরুণ নেতৃত্ব পুরস্কার’ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেয়ার কথা রয়েছে।
উদীয়মান তরুণ নেতৃত্ব পুরস্কার ২০১৮ যারা পাচ্ছেন- বাংলাদেশের তানজিল ফেরদৌস,ইরাকের সারা আব্দুল্লাহ আবদুল রহমান, ইন্দোনেশিয়ার ডিওভিও আলফাতহ, তুরস্কের ইসি সিফতসি, লিথুনিয়া জিনা সেলিম হামু, পাকিস্তানের দানিয়া হাসান, নরওয়ের ন্যান্সি হার্জ, দক্ষিণ আফ্রিকার ইসাসিফিনকোসি এমডিংগি, পানামার জোসে রদ্রিগুয়েজ ও তাজিকিস্তানের ফিরুজ ইয়োগবেকোভ।
আজকের বাজার/আরজেড/ রাজিবী