শুক্রবার থেকে প্রথমবারের মত চলা শুরু করবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। ৫ জুন শুক্রবার থেকে শুরু হবে ট্রেনের যাত্রা। রেলকর্তৃপক্ষ জানান, প্রতিদিন বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে ট্রেনটি। এরমধ্যে বিরতি নিবে আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহীসহ ১৪টি ষ্টেশনে। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে।

ছয় বগিযুক্ত ট্রেনটিতে থাকবে ক্লিনিং এবং ওয়াটারিং ব্যবস্থা। আমসহ বিভিন্ন ধরণের সবজি পরিবহনের জন্য প্রতি কেজি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক টাকা এগারো পয়সা। করোনা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ভাড়ার ২৫% ছাড়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

আজকের বাজার/আখনূর রহমান