শুক্রবার থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের কারণে আগামী ১৩ মার্চ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ একপত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে আজ সকালে বিপুল সংখ্যক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন তারা যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল শুক্রবার থেকে কোনো যাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। যদিও বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। প্রতিদিন ভারতে ৫-৬’শ পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয় এবং ৩’শ ট্রাক পণ্য রপ্তানি হয়।

এদিকে বেনাপোল বন্দরে করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো রোগী শনাক্ত হয়নি। সূত্র – ইউএনবি

আজকের বাজার/ এ.এ