বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা শুক্রবার অনুষ্ঠিত হবে।এই ম্যাচটি একদিন পিছিয়ে শনিবারে নির্ধারণ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ম্যাচ শুক্রবারেই অনুষ্ঠিত হচ্ছে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল ফাইনালের তারিখও। কিন্তু প্রধানমন্ত্রী লন্ডন সফরে যাওয়ার কারণে থাকতে পারছেন না। তাই পূর্ব নির্ধারিত শুক্রবারেই হবে ফাইনাল খেলা। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘বঙ্গমাতা ফুটবলের ফাইনাল আমরা শনিবার করতে চেয়েছিলাম। সেদিন প্রধানমন্ত্রীর উপস্থিত থাকারও কথা ছিল। কিন্তু তিনি থাকতে পারছেন না। তাই আগের সূচি অনুযায়ী শুক্রবারই হবে ফাইনাল ম্যাচ। সেদিন মাঠে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।’
উল্লেখ্য, বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও লাওস। প্রথম সেমিফাইনালে লাওস (৭-১) গোলে উড়িয়ে দিয়েছে কিরগিজস্তানকে। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ (৩-০) গোলে হারিয়েছে মঙ্গোলিয়াকে।
আজকের বাজার/এমএইচ