শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার না দিয়ে তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে শুক্রবার (২০ জুলাই) বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার (১৫ জুলাই) সকালে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকাল তিনটায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের কর্মকর্তাদের বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি ।

তিনি বলেন, আশা করি সরকারের যথাযথ কর্তৃপক্ষ আমাদের এ কর্মসূচি পালনে সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

আজকের বাজার/এমএইচ