রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংক ছাড়া বাকি পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে জানিয়াছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মো. মোশারফ হোসেন খান।
তিনি বলেন, সোনালী, রূপালী ও জনতা ব্যাংক বাদ দিয়ে বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। দুই লাখ ১৩ হাজার ৫০০ পরীক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন।
এ পরীক্ষার ফলের ভিত্তিতে সোনালী, রূপালী এবং জনতা ব্যাংক বাদে বাকি প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া যথানিয়মে চলবে।
বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
এর আগে, রোববার রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ বিষয়ে এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আজকের বাজার:এসএস/৮জানুয়ারি ২০১৮