দীর্ঘ বিরতি শেষে সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শনিবার ০৭ অক্টোবর সকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার শুটিং করেছেন তিনি।
সিনেমাটির অল্প কিছু অংশের শুটিং বাকি আছে তা শেষ করার জন্যই শুটিংয়ে ফিরেছেন অপু।
অপু বিশ্বাস বলেন, পাঙ্কু জামাই ছবির শুটিং শেষ দিকে। আমার একার কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল সেটা শেষ করছি। আগামীকাল পূবাইলে শুটিং হবে। সেখানে একদিন শুটিং করলেই আমার কাজ শেষ। আর ডাবিং আগেই করেছি।
‘পাঙ্কু জামাই’ ছবির প্রযোজক মোকাম্মেল সরকার বলেন, শাকিব খান এরই মধ্যে ছবির ডাবিং শেষ করেছেন। ছবিতে শাকিব আর অপু বিশ্বাসের একসাথে শুটিংয়ের কোনো সিক্যুয়েন্স নেই। ছবিতে শাকিব খানের মাত্র একটি সিক্যুয়েন্সের কাজ বাকি। কিছুদিনের মধ্যে সেই দৃশ্যের শুটিং আমরা করব।
‘পাঙ্কু জামাই’ ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। এর আগে তিনি রিয়াজ ও শাবনূরকে নিয়ে ‘মন বসে না পড়ার টেবিলে’ ছবিটি নির্মাণ করেছিলেন। ‘পাঙ্কু জামাই’ ছবির গল্পটি রোমান্টিক কমেডি ধাঁচের। মফস্বল শহরের এক ছেলে ও শহরতলির তালুকদার বাড়ির এক মেয়ের প্রেমের কাহিনি নিয়েই এই ছবি।
সর্বশেষ ২০১৬ সালের মার্চে ‘রাজনীতি’ ছবির শুটিং করেছিলেন অপু বিশ্বাস। সেটি বছর দেড়েক আগে। এরপর সন্তান আব্রাহামের জন্ম, শাকিবের সঙ্গে বিয়ের খবর ফাঁস ও শারীরিক আনফিটের জন্য সিনেমার শুটিং থেকে দূরে ছিলেন তিনি। তবে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের অতিথি হয়েছেন ও বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন অপু।
আজকের বাজার: আরআর/ ০৭ অক্টোবর ২০১৭