মায়ের মৃত্যুর শোক কাটিয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা জানভি কাপুর। ধড়ক ছবির মাধ্যমে রুপালি জগতে পা রাখতে চলেছেন তিনি। বৃহস্পতিবার বান্দ্রায় পরিচালক শশাঙ্ক খাইতান ও অভিনেতা ঈশান খাত্তারের সঙ্গে দেখা গেছে তাকে।
জাহ্নবী ও ঈশান বান্দ্রায় কয়েক দিন শুটিং করবেন। এখানে বেশ কয়েকটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন তারা। এর পর ছবির বাকি অংশ শেষ করতে তারা কলকাতায় যাবেন। গত ডিসেম্বরে শুরু হওয়া ছবিটির শুটিংয়ের অর্ধেকটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
গেল ২৪ ফেব্রুয়ারি তার মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর গুজব রটেছিল যে জাহ্নবি কিছু দিনের জন্য ছবি থেকে বিরতি নেবেন। কিন্তু মায়ের মৃত্যুর পরও তিনি হতোদ্যম হননি। তিনি ছবির বাকি কাজ শেষ করতে শুটিংয়ের সেটে ফিরেছেন। আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পরিচালক শশাঙ্ক খাইতান বলেন, আমরা শুটিং শুরু করে দিয়েছি। জাহ্নবিকে নিয়ে যে গুজব রটেছে, তা সত্যি না। আমরা বান্দ্রায় শুটিং শুরু করে দিয়েছি। এখন কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে জাহ্নবিকে খুব একটা চাপে রাখা হচ্ছে না।
আজকেরবাজার/এসকে