‘শুধু ঘোষণাই নয়, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ঘোষণা দিলেই হবে না, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগে চলমান বিক্ষোভ আন্দোলনে রাশেদ খান এ কথা বলেন।

রাশেদ বলেন, বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করলেই আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৮ এপ্রিল থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

এস/