জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছাড়া অন্য কোন মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বয়স হয়েছে। তাই আর সুবিধার কথা চিন্তা করেই তাকে নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে। আর তিনি ডিভিশন অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, কাশিমপুর কারাগার ঢাকা থেকে বেশ দূরে এছাড়া কেরানীগঞ্জ কারাকারেও সকল সুবিধা নাই। তাই খালেদা জিয়াকে সম্মান জানিয়ে এ কারাগারে রাখা হয়েছে।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮