শুধু মৃত্যুই আমাকে থামাতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেন, শুধু আল্লাহই জানেন, একজন মানুষ কতদিন বেঁচে থাকবেন। একজন মানুষ যদি ৫০ বছর বেঁচে থাকে, বা না থাকে- তবে সবকিছু স্বাভাবিক থাকে তবে বেঁচে থাকার প্রত্যাশা করা যায়।
কোনোকিছু তাকে থামাতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুবরাজ বলেন, শুধু মৃত্যু।
যুবরাজ হিসেবে ক্ষমতা গ্রহণের পরই সৌদি আরবে এক বিপ্লবী সংস্কারের ঘোষণা দেন মোহাম্মদ বিন সালামান। সম্প্রতি দেশে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি।
তবে এ ধরনের অভিযান শুধু প্রতিপক্ষকে দমনের জন্যই করা হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একে ‘আইনের শাসনের নামে উপহাস’ বলে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
আজকেরবাজার/এস