বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শুভ জন্মদিন অালমগীর
প্রকাশিত - এপ্রিল ৩, ২০১৮ ১০:৫৯ এএম
আজ ৩ এপ্রিল। চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।
তার পিতা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর একজন অন্যতম প্রযোজক। আলমগীরের জন্মদিনে আজকের বাজারের পক্ষ থেকে পক্ষ থেকে রইল শুভেচ্ছা। শুভ জন্মদিন অালমগীর।
'আমার জন্মভূমি' ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসা আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়ন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। তাকে মহানায়ক আলমগীর হিসেবেও অভিহিত করা হয়।
এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে 'মা ও ছেলে' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মোট আটবার একই সম্মানে ভূষিত হন। ১৯৮৬ সালে তিনি প্রথম 'নিষ্পাপ' ছবি নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্দেশনায় নির্মিত সর্বশেষ ছবি হচ্ছে 'নির্মম'। তিনি চলচ্চিত্রে গানও গেয়েছেন।
আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্র। আজ চ্যানেল আইতে অনন্যা রুমা’র প্রযোজনায় মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় দুপুর ১২.২০ মিনিটে তারকা কথন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন আলমগীর।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.