আজ ১৫ মার্চ নিজের ২৫তম জন্মদিন উদযাপন করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে আলিয়া এখন বুলগেরিয়াতে। তাই এবারের জন্মদিন তাকে পালন করতে হচ্ছে বিদেশের মাটিতে।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, দেশের বাহীরে অবস্থান করায় এবার খুব বেশি জাঁকজমক নিয়ে নিজের জন্মদিন উদযাপন করতে পারছেন না আলিয়া ভাট।
প্রতিবেদনে বলা হয়, আলিয়া সারাদিন শুটিংয়ে কাটাবেন। ব্যস্ত শিডিউলের মধ্যে গোটা একটা দিন জন্মদিন নিয়ে পড়ে থাকবেন না ছবির কলাকুশলীরা। তবে সেটে আলিয়ার জন্মদিন উদযাপন হবে। গত বছর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র সেটে জন্মদিন উদযাপন করেছেন আলিয়া ভাট।
জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। চলতি বছরের ১৫ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আজকেরবাজার/এস