শুভ জন্মদিন পরীমনি

আজ ২৪ অক্টোবর মঙ্গলবার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন। এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটানোর জন্য নানা পরিকল্পনা করেছেন তিনি।

পরীমনি জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি পথশিশু কেন্দ্রে সময় কাটাবেন। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেবেন।

তবে বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের সঙ্গেও জন্মদিন উদ্‌যাপন করবেন পরীমনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছেন।

আলোচিত এই নায়িকার জন্মদিনে আজকের বাজার ও এবিটিভি’র পক্ষ থেকে শুভেচ্ছা।

আজকের বাজার: আরআর/ ২৪ অক্টোবর ২০১৭