শুভ জন্মদিন মম

লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম। ক্যারিয়ারের শুরুতেই তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অরুন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবাণু’র নাম ভূমিকায় অভিনয় করেও কুড়িয়েছেন বেশ প্রশংসা। পাশাপাশি তিনি শেষ করেছেন তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ। দুটি ছবিতেই মম’র বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন।

আজ তাঁর জন্মদিন। আজকের বাজার ও এবিটিবি’র পক্ষ থেকে জনপ্রিয় এই অভিনেত্রীকে শুভেচ্ছা।

জন্মদিন সম্পর্কে ফেসবুক ইনবক্সে মম আজকের বাজারকে জানান, দিনটি নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। তবে আজ সকালেই তিনি চলে যাবেন তার মায়ের কাছে। রাজধানীর এলিফ্যান্ট রোডে থাকেন মমর মা। সেখানেই অনেক সময় কাটাবেন তিনি।

মম আরও বলেন, আমার জন্মদিনটি আমার কাছেই শুধু বিশেষ দিন নয়, আমার মায়ের জন্যও এটি বিশেষ দিন। কারণ আমাকে জন্মদানের মধ্যদিয়েই তিনি প্রথম মা হয়েছেন। তাই মায়ের সেই আনন্দের দিনে আমি তার পাশে থাকতে চাই। এরপর আর কী করবো তা নিয়ে কোনো পরিকল্পনা করিনি।

আজকের বাজার: আরআর/ ১৯ ডিসেম্বর ২০১৭