আজ ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের জম্মদিন।৪৬- এ পা দিলেন শচীন রমেশ টেন্ডুলকার।
১৯৭৩ সালের এই দিনে মুম্বাইয়ের এক নার্সিং হোমে জন্মেছিলেন টেন্ডুলকার।পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার।১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ক্রিকেটে অভিষেক ঘটে তার। তারপর শুধু নজরকাড়া পারফরম্যান্স দিয়ে সামনের দিকে এগিয়ে চলা। গড়েছেন একের পর এক রেকর্ড। পৌঁছেছেন অনন্য উচ্চতায়।
ক্রিকেট বিশ্বে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। এছাড়া ওয়ানডেতে প্রথম ব্যক্তিগত ২০০ রানের ইনিংসটিও তারই দখলেই। ২০১১ সালে ঘরের মাঠে জয় করেছিলেন বিশ্বকাপ শিরোপা।
২০০ টেস্টে ৩২৯ ইনিংস খেলে শচীন করেছেন ১৫৯২১ রান যাতে সর্বোচ্চ ইনিংস ২৪৮ রানের। ক্রিকেটের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আলোই ছড়িয়ে গেছেন এই কিংবদন্তি খেলোয়াড়।
২০১২ সালে ওয়ানডে থেকে বিদায় নেন শচীন। ২৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে তিনি ৪৬৩ ম্যাচ খেলে ১৮৪২৬ রান করেছেন যার মধ্যে ৪৯টি সেঞ্চুরি রয়েছে আর সর্বোচ্চ ২০০ রানের ইনিংস।
একমাত্র আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২০০৬ সালে। তবে ঘরোয়া টি-টুয়েন্টি লিগে খেলছেন ২০১৩ পর্যন্ত।
সে বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জয়ের পরপরই টি-টোয়েন্টি থেকে বিদায় নেন।
একই বছরের অক্টোবর মাসে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম টেস্ট খেলার মধ্য দিয়ে ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ‘লিটল মাস্টার’।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন।
আজকের বাজার/আরজেড