বাংলাদেশ ক্রিকেট দলের এক উজ্জ্বল নক্ষত্রের নাম তাসকিন। এ তরুন পেসারের পুরো নাম তাসকিন আহমেদ তাজিম।
আজ এ তরুন ক্রিকেটারের শুভ জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে এ তরুন তুর্কি ঢাকায় জন্মগ্রহণ করেন। ২৩ বছরে পা রাখলেন তিনি।
২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তাসকিন ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।
২০১১ সালেরঅক্টোবরে ঢাকা মেট্রোপলির হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টি প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।
২০১৭ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত টেস্ট সিরিজের ১ম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুভাশিস রায়ের সাথে তারও টেস্ট অভিষেক হয়।
নিয়মিতভাবে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন তাসকিন।
এ পর্যন্ত ৩২ টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলে তাসকিন ৪৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১২টি উইকেট রয়েছে তার ঝুলিতে।
আজকের বাজার/আরজেড