মেহরাজ মোর্শেদ : ব্লুমফন্টেইনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। সৌম্য’র ২৪ বলের ইনিংসে ছিল দু’টি বাউন্ডারি।
৪ রানে অপরাজিত অপর ওপেনার ইমরুল কায়েসের সঙ্গী ওয়ান ডাউনে নামা মমিনুল হক। ৭ ওভার খেলে বাংলাদেশের দলীয় রান ১ উইকেট হারিয়ে ১৩ রান। প্রোটিয়াদের চেয়ে এখনও ৫৬০ রানে পিছিয়ে আছে সফরকারীরা। হাতে আছে ৯টি উইকেট।
আজকের বাজার : এমএম / ৭ অক্টোবর ২০১৭