শুরুতেই বিপদে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাওয়া প্লেতে দুই উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় বলেই উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাঈম। ৫ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে এটি নাঈমের প্রথম গোল্ডেন ‘ডাক’।

এখন বাংলাদেশের সংগ্রহ ৫.৫ ওভারে ২উইকেটে ২৭ রান

ক্রিজে এসে মেহেদি হাসানও স্থায়ী হতে পারেনি। পঞ্চম ওভারে দলীয় ২২ রানে মোহাম্মদ হাসনাইনের বলে আউট হয়ে ফিরে গেছেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৯ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.২ ওভারে ২ উইকেটে ২২ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল ও লিটন দাস।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাওয়া প্লেতে দুই উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় বলেই উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাঈম। ৫ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে এটি নাঈমের প্রথম গোল্ডেন ‘ডাক’।

ক্রিজে এসে মেহেদি হাসানও স্থায়ী হতে পারেনি। পঞ্চম ওভারে দলীয় ২২ রানে মোহাম্মদ হাসনাইনের বলে আউট হয়ে ফিরে গেছেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৯ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.২ ওভারে ২ উইকেটে ২২ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল ও লিটন দাস।

 

আজকের  বাজার/আরিফ